What iS LoVe
ভালবাসা কি তেমনি পাথরপথের ধারে কুড়িয়ে পাওয়া ?
ভালবাসা কি চলতে গিয়েদু চার মিনিট থমকে চাওয়া ?
ভালবাসা কি নোঙর ছেঁড়া
পূর্বী হাওয়ায় নৌকো-ভাষা ?
ভালবাসা কি গুমোট খাঁচায়হঠাত্ লাগা বাদ্লা হাওয়া ?
ভালবাসা কি আলতা সিঁদূরঅরুন্ধতীর আকাশ বাওয়া ?
ভালবাসা কি গো শ্রান্ত পথিক,দিনশেষের বাসায় যাওয়া ?
ভালবাসা রক্ত-ঝলকহৃদ ফুসফুসে চলকে পড়া,
ভালবাসা কাঁটার ক্ষতবুকের পাশে জীবন জোড়া।
ভালবাসা কাঁটার ক্ষতবুকের পাশে জীবন জোড়া।
No comments