Header Ads

Love

Capture: MD. Nazmun Rahat Nasim
তুমি চেয়েছিলে,আমি দিয়েছিলাম |
তুমি নিয়েছিলে,আমি হারিয়েছিলাম,,,
আজ তুমি নাই,নাই সেই দিন গুলি | 
আজ আমি আছি,নিয়ে সেই স্মৃতি গুলি,,,,
তুমি চাও নাই, এক সাথে চলতে |
 আমি চাই নাই,কখনো তোমায় ভুলতে,,,,
আজ তুমি আছো,ঠিক সেই আগের মতো |
আজ আমি আছি,নিয়ে আমার দূঃখ শত,,,,
ভালোবাসা পেয়ে তুমি,হয়েছো আজ দুঃখের শত্রু |
ভালোবেসে তোমায় আমি,হয়েছি আজ সুখের শত্রু,,,

No comments

Powered by Blogger.